No Internet Connection !

রংপুর জেলা পরিচিতি

প্রশ্ন: রংপুর জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৮৬৯ সালে।
প্রশ্ন: রংপুর জেলার সীমানা কি? উ: রংপুর জেলার সীমানা:

✅ উত্তরে: নীলফামারী

✅ দক্ষিণে: গাইবান্ধা ও দিনাজপুর

✅ পূর্বে: গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট

✅ পশ্চিমে: দিনাজপুর জেলা


প্রশ্ন: রংপুর জেলার আয়তন কত? উ: ২৪০০.৫৬ বর্গকিলোমিটার।
প্রশ্ন: রংপুর জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: দ্বীপান্বিতা রংপুর।
প্রশ্ন: রংপুর জেলার গ্রাম কতটি? উ: ১৪৩১টি।
প্রশ্ন: রংপুর জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৭৬ টি।
প্রশ্ন: রংপুর জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৮ টি। রংপুর সদর, গংগাচরা, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, বদরগঞ্জ, তারাগঞ্জ ও পীরগঞ্জ।
প্রশ্ন: রংপুর জেলার পৌরসভা কতটি? প্রশ্ন: ৩ টি। বদরগঞ্জ পৌরসভা, পীরগঞ্জ পৌরসভা, হারাগাছ পৌরসভা।
প্রশ্ন: রংপুর জেলার নদ-নদী কি কি? উ: তিস্তা নদী।
প্রশ্ন: রংপুর জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: সিগারেট, চিনি, তেল, ঔষধ, তাঁত, বৈদ্যুতিক সরঞ্জাম, সাবান, বিড়ি, কয়লা ও প্রকৌশলী শিল্প।
প্রশ্ন: রংপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: কেরামতিয়া মসজিদ, রংপুর জাদুঘর, কারমাইকেল কলেজ, তিস্তা বাঁধ প্রকল্প, পায়রাবন্দ বেগম রোকেয়ার বাড়ি, মন্থনার জমিদার বাড়ি, মাওলানা কেরামত আলী জৈনপুরীর মাজার।
প্রশ্ন: রংপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: এ. এস. এম. সায়েম (বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি), বেগম রোকেয়া (নারী জাগরণের অগ্রদূত), হরলাল রায় (ভাষাবিদ), শাহ আবদুল হামিদ (রাজনীতিবিদ, সাবেক স্পিকার), শেখ ফজলুল করিম (কবি ও সাহিত্যিক), ড. ওয়াজেদ মিয়া (পরমাণুবিদ), হুসাইন মুহাম্মদ এরশাদ (সাবেক রাষ্ট্রপতি)।
তথ্যসূত্র: rangpur.gov.bd
top
Back
Home
Gsearch